ধারণার পরিচিতি:
কর্মসংস্থান ব্যাংক বেকার বিশেষ করে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষে সহজ শর্তে ঋণ প্রদান করে। ঋণ প্রাপ্তির জন্য ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আসতে হয়। শাখায় আসার পর জানা যায়, ঋণ প্রাপ্তির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন? তারপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শাখায় পুনরায় আসতে হয়। এরপর শাখা দাখিলকৃত কাগজপত্র যাচাই করে এবং মাঠকর্মী প্রকল্প পরিদর্শন করে কী পরিমাণ ঋণ দেয়া যেতে পারে তা নির্ধারণ করে। সবশেষে গ্রাহক শাখায় উপস্থিত হয়ে ঋণের চেক গ্রহণ করেন। ঋণের চেক গ্রহণ করা পর্যন্ত গ্রাহককে কমপক্ষে ৪-৬ বার শাখায় আসা যাওয়া করতে হয়।