Loan Origination System

ধারণার পরিচিতি:

কর্মসংস্থান ব্যাংক বেকার বিশেষ করে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষে সহজ শর্তে ঋণ প্রদান করে। ঋণ প্রাপ্তির জন্য ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আসতে হয়। শাখায় আসার পর জানা যায়, ঋণ প্রাপ্তির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন? তারপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শাখায় পুনরায় আসতে হয়। এরপর শাখা দাখিলকৃত কাগজপত্র যাচাই করে এবং মাঠকর্মী প্রকল্প পরিদর্শন করে কী পরিমাণ ঋণ দেয়া যেতে পারে তা নির্ধারণ করে। সবশেষে গ্রাহক শাখায় উপস্থিত হয়ে ঋণের চেক গ্রহণ করেন। ঋণের চেক গ্রহণ করা পর্যন্ত গ্রাহককে কমপক্ষে ৪-৬ বার শাখায় আসা যাওয়া করতে হয়।

কাজটি যদি ওয়েব বেইজড সিস্টেমের সাহায্যে করা হয় তবে গ্রাহক তাঁর নিজস্ব কম্পিউটার/ল্যাপটপ/মোবাইল ফোন ব্যবহার করে জানতে পারবেন যে, ঋণ গ্রহণের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন এবং একইসাথে তিনি অনলাইনে ঋণের জন্য আবেদন করতে পারবে। ফলে গ্রাহক একবার শাখায় এসে ঋণের চেক গ্রহণ করতে পারবে।

উদ্দেশ্য:

কর্মপদ্ধতি:

  1. ঋণ প্রাপ্তির উদ্দেশ্যে সংশ্লিষ্ট শাখায় এসে প্রয়োজনীয় কাগজপত্র সর্ম্পকে ধারণা;
  2. শাখায় এসে প্রয়োজনীয় কাগজপত্রসহ ঋণের আবেদনপত্র দাখিল;
  3. মাঠকর্মী কর্তৃক প্রকল্প পরিদর্শন, কাগজপত্রের সঠিকতা যাচাই ও সুপারিশ। অতঃপর ঋণ মঞ্জুর;
  4. শাখায় উপস্থিত হয়ে ঋণের চেক গ্রহণ।

প্রচলিত প্রসেসম্যাপ:

Process Map

ঋণ আবেদন প্রক্রিয়া

প্রস্তাবিত কর্মপদ্ধতি:

প্রচলিত প্রসেসম্যাপ:

Process Map

উপকারিতা/সুফল:

বাস্তবায়ন ও পরিচালন ব্যয়

খাতভিত্তিক প্রয়োজনীয় সম্পদ বিবরণ (নাম ও পরিমাণ) প্রয়োজনীয় অর্থ কোথা হতে পাওয়া যাবে/ অর্থের উৎস?
জনবল (শুধুমাত্র পাইলট বাস্তবায়ন) ১-২ জন - অফিস
কম্পিউটার ১-২টি - অফিস
সফটওয়্যার ডাটাবেজ ও ঋণ আবেদন ফরম তৈরি - অফিস
ডোমেইন ও হোস্টিং ডোমেইন ও আনলিমিটেড স্পেস ৩০,০০০/- (বাৎসরিক) ইনোভেশন ফান্ড
বাল্ক এসএমএস বাল্ক এসএমএস – ২০,০০০টি ১০,০০০/- ইনোভেশন ফান্ড
বস্তুগত (স্টেশনারী ইত্যাদি) কাগজ, কলম ইত্যাদি - অফিস
অন্যান্য (প্রশিক্ষণ, মূল্যায়ন, সভা) প্রশিক্ষণ, সভা ও প্রচার ৫০,০০০/- ইনোভেশন ফান্ড
প্রয়োজনীয় মোট অর্থ ৯০,০০০/-

বাস্তবায়ন সময়কাল এবং সুযোগ-ঝুঁকি

০৭. বাস্তবায়ন সময়কাল:

০৮. সুবিধাভোগীর ব্যয়: ঋণগ্রহীতা বা উদ্যোক্তার স্ট্যান্ডার্ড ডাটা (ইন্টারনেট) চার্জ প্রযোজ্য হবে।

০৯. সম্প্রসারণের সুযোগ: বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ব্যাংকের সকল শাখায় প্রকল্পটি সম্প্রসারণের সুযোগ আছে। অন্যান্য সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ঋণ বিতরণ কার্যক্রমের ধারণাটি ব্যবহার করতে পারবে।

১০. সম্ভাব্য ঝুঁকি:

বাস্তবায়িত ধারণার ফলাফল

সময় খরচ যাতায়াত
আইডিয়া বাস্তবায়নের আগে ১০-১৫ ঘন্টা ১৫০-৬০০/- টাকা ৪-৬ বার
আইডিয়া বাস্তবায়নের পরে ৪ ঘন্টা ৫-১৫০/- টাকা ২ বার
আইডিয়া বাস্তবায়নের ফলে সেবাগ্রহীতার প্রত্যাশিত বেনিফিট ৬-১১ ঘন্টা ১৪৫-৪৫০/- টাকা ২-৪ বার